
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ৭৬৭ কেজি অলঙ্কার সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির একটি টহল দল। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি টাকা।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপিতে সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান। তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৪৩৭ কেজি রৌপ্য সাদৃশ্য ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলঙ্কার উদ্ধার করে বিজিবির একটি আভিযানিক দল। এ সময় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে সোনামসজিদ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, ‘পাবনা বাজারে অবস্থিত মেসার্স কাজী ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আটক চালক শিবগঞ্জ থানাধীন বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুস শুকুর।
আটক ট্রাক চালকের স্ত্রী বিলকিস বেগম জানান, ‘তার স্বামী ট্রাক ড্রাইভার হওয়ায় রাতে গাড়ী চালানোর জন্য ডেকে নিয়ে যায়।’ আটক আব্দুস শুকুর এসবের সাথে জড়িত নয় বলে দাবী জানিয়েছেন তার স্ত্রী।
আরও পড়ুন: