রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

কুমিল্লা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৭:০১

শেয়ার

কুমিল্লা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
বিয়ার সহ আটক ২ ভারতীয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার শাহাপুর সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ বিজিবির হাতে আটক হয়েছে ২ ভারতীয় নাগরিক। রোববার বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে ৪ ক্যান বিয়ারসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের একটি দল।

আটককৃতরা হলেন, ভারতের ত্রিপুরার সিপাহজ্বলা জেলার সোনামুড়া থানার সুভাপুর গ্রামের মো. রনি (২১) এবং মো. দেলোয়ার হোসেন (১৮)। আটকের পর তাদের কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছ বিজিবি।

banner close
banner close