রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

মিরসরাইয়ে মাদকদ্রব্যসহ যুবক আটক

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১৭:০৮

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৪ ১৭:০৯

শেয়ার

মিরসরাইয়ে মাদকদ্রব্যসহ যুবক আটক
আটক নাজিম উদ্দীন। ছবি : বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্যসহ নাজিম উদ্দীন ২৮ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 
এসময় তার কাছ থেকে দুই কেজি গাজা আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বুধবার ৩০ অক্টোবর রতন কমিশনারের বাড়ীর রাস্তার মুখে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক নাজিম জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দেওয়ানপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রী বাড়ি মোঃ কাঞ্চন মিস্ত্রীর পুত্র।

জানা গেছে, উদ্ধারকৃত ৮ বোতল বিদেশী মদের আনুমানিক মূল্য ষোল হাজার টাকা এবং ২কেজি গাঁজার মূল্য বিশ হাজার টাকা।

জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামি নাজিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

banner close
banner close