রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১৬:৫৭

শেয়ার

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুরস্থ ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ছিনতাইচক্রের সদস্য সজিবকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আরেক ছিনতাইকারী শাহীনকে গণপিটুনি দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া থানা এলাকার মৃত করিমুল্লাহ ছেলে। তার বর্তমান ঠিকানা পাওয়া যায়নি।

জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুরস্থ ফায়ার সার্ভিসের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথচারী জাফর উল্লাহ এসময় তার পথরোধ করে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী। এ সময় জাফর উল্লাহর সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়।

এক পর্যায়ে ছিনতাইকারীরা তার গলায় ও থুতনির নিচে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তার ডাক চিৎকারে স্থানীয়রাএগিয়ে এসে তাকে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন, এ ঘটনায় আটক দু'জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

banner close
banner close