রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

জীবননগরের শিক্ষক সুজন হত্যায় ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১২:৩২

শেয়ার

জীবননগরের শিক্ষক সুজন হত্যায় ৩ জন গ্রেফতার
কোলাজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আলীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ও মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মৃত আনার মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক, শাখারিয়া গ্রামের মৃত ওয়াদ আলীর ছেলে মজিবর রহমান ও মৃত আমিন উদ্দিনের ছেলে মহিউদ্দিন।  

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস।

তিনি বলেন, ‘গত ২৬ অক্টোবর ঘাড়কাঠি বিল থেকে একটি অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের হাতে লাগানো রড দেখে পরিবার শনাক্ত করে সেটি নিখোঁজ স্কুল শিক্ষক সুজনের। এর পরেই আব্দুর রাজ্জাক যশোরে পালিয়ে যান। প্রযুক্তির সহায়তায় তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মজিবর রহমান ও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাক হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে পুলিশের একটি সুত্র জানিয়েছে, শিক্ষক সুজন আলী একজন সমকামী ছিলেন। তিনি নিয়মিত অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করতেন আব্দুর রাজ্জাক, মজিবর রহমান ও মহিউদ্দিনের সঙ্গে।

গত ৬ অক্টোবর সিদ্দিকা নার্সারিতে ওই তিনজনের সঙ্গে আবারো অবৈধ যৌনাচারে লিপ্ত হন। ওই সময় সুজনের সঙ্গে ওই তিন জনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজনকে মাথায় লোহার নিড়ানি দিয়ে আঘাত করে তারা তাকে হত্যা করেন। পরে কৌশলে লাশ মেদিনীপুরের ঘাড়কাঠি বিলে কচুরিপানার নিচে চাপা দিয়ে গুম করেন আটকৃতরা।

 

banner close
banner close