শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ১৯:৪২

শেয়ার

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতার সুজন কান্তি দে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে’কে গ্রেফতার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার বিকেলে স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম।

তিনি জানান, সুজন কান্তি দে ২৩ বছর যাবত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থপাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আনোয়ারা থানার রিকুইজিশন মূলে বহির্গমন রোধপূর্বক গ্রেপ্তার করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আখাউড়া থেকে আনোয়ারা থানার পুলিশ নিয়ে যাবে বলে জানা গেছে।



banner close
banner close