রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের বিনাশ্রম কারাদন্ড

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ০৯:০৫

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৪ ১০:৫৭

শেয়ার

মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের বিনাশ্রম কারাদন্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদন্ড। ছবি : বাংলা এডিশন

প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায়  নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ১৪ জেলের মধ্যে ৯জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর বাকী ৫ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার  রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৪জন জেলেকে আটক করেন। এর মধ্যে ৫ জেলের ৭ দিনের এবং ৪ জেলের ১০ দিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়াও বাকী ৫জন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এছাড়াও অভিযানের জেলেদের হেফাজতে থাকা ৩টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল এবং ৩৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ফেলাসহ নৌকাগুলো কোস্টগার্ড হেফাজতে রয়েছে। আর জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

banner close
banner close