রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

আশুলিয়ায় চার ডাকাত গ্রেফতার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ২২:০২

শেয়ার

আশুলিয়ায় চার ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃত ডাকাত।ছবি: বাংলা এডিশন

শিল্পাঞ্চল আশুলিয়ায় এক প্রবাসীর বাড়িতে  ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার সহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে লুন্ঠিত টাকা ও স্বর্ণাংকার।

বৃহস্পতিবার  আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির।

তিনি জানান, গত ১৬ অক্টোবর দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ নির্দেশনায়  অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবিরের নেতৃত্বে এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীকের সহযোগিতায় তদন্ত কর্মকর্তা এস আই অলক কুমার তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জরিত থাকার অপরাধে বুধবার রাজধানীর কামরাঙ্গিরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পরে ডাকাত ওহাবের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর বাজার এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ররফিক'কে গ্রেফতার করা হয়।

 

banner close
banner close