রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

টঙ্গীতে তুলার গাইডের চাপায় শিশুর মৃত্যু 

টঙ্গী,গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১৫:৪৯

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৪ ১৫:৫২

শেয়ার

টঙ্গীতে তুলার গাইডের চাপায় শিশুর মৃত্যু 
নিহত শিশু তাবাসুম । ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে বর্জিত তুলার গাইডের নিচে চাপা পরে তাবাসুম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে মিলগেট সোনালী টোব্যাকো রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শিশু তাবাসুম গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলগেট সোনালী টোব্যাকো রোডে বুধবার দুপুরে একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো ট ১৩-৮৪৯১) থেকে বর্জিত তুলার গাইড নামাচ্ছিলেন কিছু শ্রমিক। এসময় গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু তাবাসুম। গাইড নামানোর সময় একটি গাইড নিচে ছিটকে পরলে তাতে চাপা পরে শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

banner close
banner close