রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ৮ বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১০:২৬

শেয়ার

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ৮ বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ৮ বগি লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনে একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনের ১১ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

এর ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে দুইটি ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।

এ বিষয়ে উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ‘একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে পৌঁছে লাইনচ্যুত হয়।’

মিন্টু কুমার আরও বলেন, ‘তেলবাহী ট্রেনের বগি উদ্ধারে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

banner close
banner close