রবিবার

৪ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ঘনিষ্ঠ সহচর মামা জাকির গ্রেফতার

প্রতিনিধি,সাভার

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ১২:৪২

শেয়ার

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ঘনিষ্ঠ সহচর মামা জাকির গ্রেফতার
জাকির হোসেন। ছবি: সংগৃহীত

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ঘনিষ্ঠ সঙ্গী ও কথিত মামা জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলা রয়েছে।

শনিবার রাতে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ‘সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ অর্থ ও সম্পত্তি দেখভাল করতেন জাকির। রাজিবের ঘনিষ্ঠজন হওয়ায় তিনিও হয়ে ওঠেন কয়েকটি ফ্যাক্টরিসহ বিপুল সম্পত্তির মালিক। চলাফেরা করতেন কয়েক কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িতে। রাজিব ও জাকিরের একচ্ছত্র আধিপত্য ছিলো সাভারে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে।

নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের মালিকে দিতে হতো মোটা অংকের চাঁদা। চাঁদাবাজি আর দখলদারির মাধ্যমে জাকির হয়ে ওঠে হাজার কোটি টাকার মালিক।

সাভারের বিভিন্ন পাড়া মহল্লায় ছিলো রাজিবের সন্ত্রাসী বাহিনী। কোথাও বড় পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান করতে চাইলে এই জাকিরের মধ্যস্থতায় অনুমতি নিতে হতো রাজীবের কাছ থেকে। অবৈধ টাকায় নির্মিত বিলাসবহুল রাজ প্যালেস ছিলো জাকিরের টর্চার সেল। রাজকীয় জীবনের পাশাপাশি আমোদ ফুর্তির সব ধরনের ব্যবস্থাও ছিলো তার সেই প্যালেসে।

banner close
banner close