শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

নাটোরে হালতির বিলে শামুক তুলতে গিয়ে নিহত দুই

প্রতিনিধি,নাটোর

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ১৪:১০

শেয়ার

নাটোরে হালতির বিলে শামুক তুলতে গিয়ে নিহত দুই
প্রতীকী ছবি।

নাটোরে হালতির বিলে শামুক তুলতে গিয়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। গুরুতর অবস্থায় সেন্টু নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার সকালে নৌকা নিয়ে হালতির বিলে শামুক তুলতে যায় তিন জন ব্যক্তি।

এমতাবস্থায় নৌকার উপর বজ্রপাত হলে তিন জনই গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এর মধ্যে মোমিন হোসেনসহ আরও একজন অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।

 

 

banner close
banner close