রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

মেহেরপুরে এনজিওর প্রতারণার ফাঁদে শতাধিক ব্যক্তি

প্রতিনিধি,মেহেরপুর

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১৪:৩৪

শেয়ার

মেহেরপুরে এনজিওর প্রতারণার ফাঁদে  শতাধিক ব্যক্তি
সিডার এনজিওর সঙ্গে সম্পৃক্ত বাড়ির মালিক আব্দুল মতিন। ছবি: বাংলা এডিশন

মেহেরপুরে সিডার নামে এনজিওর প্রতারণার ফাঁদে পড়েছেন শতাধিক হতদরিদ্র ব্যক্তি। ঋণ দেয়ার নামে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে এনজিওটি লাপাত্তা হয়েছে। রবিবার ৬ অক্টোবর ঋণ প্রদানের তারিখে ভুক্তভোগীরা এসে এনজিও অফিস তালাবদ্ধ দেখতে পান।

ভুক্তভোগীদের অভিযোগ, এনজিওতে বিনিয়োগের জন্য বাড়ির মালিক আব্দুল মতিন তাদের উদ্ধুদ্ধ করেছেন। ভুক্তভোগী লালন হোসেন, তরিকুল ইসলাম, আসমা, খুশি খাতুনসহ একাধিক ব্যক্তি জানান, পৌরসভার দিঘিরপাড়া এলাকায় আব্দুল মতিনের বাড়িতে ‘সিডার’ নামে এনজিও কার্যক্রম শুরু করে। সদর উপজেলার শ‍্যামপুর, শিশিরপাড়া, মদনা, আলমপুর, মদনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর লোক সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে তাদের অফিসে আসতে বলেন।

এই আশ্বাসের ভিত্তিতে সাড়ে ৯ হাজার টাকায় দেড় লক্ষ, ১২ হাজার টাকায় দুই লক্ষ, ১৮ হাজার টাকায় ৩ লক্ষ  টাকা পর্যন্ত ঋণ পাওয়ার আশায় তারা এই এনজিওতে বিভিন্ন অঙ্কের টাকা জমা করেন। শনিবার আরও মানুষের টাকা জমা দেয়ার জন‍্য তাদের কাছে ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধের কারণে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়।

পরে রাতেই ভুক্তভোগীরা এসে এনজিওর ভাড়া নেয়া দুটি রুম তালাবদ্ধ দেখতে পান। রবিবার সকালে লোকজন ওই  বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে বাড়ির মালিক আব্দুল মতিন কৌশলে এনজিওর সাইনবোর্ডটি সরিয়ে ফেলেন।

বাড়ির মালিক এনজিওর ব‍্যক্তিদের সাথে জড়িত আছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

banner close
banner close