রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

বিজিবি’র অভিযানে সীমান্তে ককটেল ও ডেমেজ খোসা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ ১৪:০১

শেয়ার

বিজিবি’র অভিযানে সীমান্তে ককটেল ও ডেমেজ খোসা উদ্ধার
উদ্ধারকৃত ককটেল ও ড্যামেজ খোসা। ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর হলুদিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ককটেল ও ড্যামেজ খোসা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু দূর্বৃত্ত প্রতিবেশী ভারত হতে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রেখেছে। এরই প্রেক্ষিতে শুক্রবার বেলা ১১টার দিকে হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের বালতীতে ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায়। পরবর্তীতে আভিযানিক দল নিশ্চিত হয়ে বালতি থেকে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

ঘটনাটি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি।

banner close
banner close