রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

সাবেক এমপি রোজী ২ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক:

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ১৪:৩৭

আপডেট: ৪ অক্টোবর, ২০২৪ ১৪:৩৮

শেয়ার

সাবেক এমপি রোজী ২ দিনের রিমান্ডে
২ দিনের রিমান্ডে সাবেক এমপি রোজী। ছবি: বাংলা এডিশন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা এলাকায় মো. সিরাজুল ব্যাপারী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী নারী হিসেবে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই দাবি করে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষ তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার মধ্য রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে রোজীকে গ্রেফতার করে পুলিশ।

banner close
banner close