মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রতিনিধি কুষ্টিয়া: 

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ ১৭:৩২

শেয়ার

অধ্যক্ষ-শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ
শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ। ছবি: বাংলা এডিশন

পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকসহ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপরে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। দাবি মানার আগে সড়ক ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যানজট লেগে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে সড়কের যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক সম্রাট নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। ছাত্রীদের কাছে পাঠানো অভিযুক্ত শিক্ষকদের মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) আছে আমাদের কাছে। আমরা সপ্তাহখানেক আগে আন্দোলন করেছিলাম। তার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও কোনো সমাধান করেনি। আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।

অভিযুক্তরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক না। সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে।

এ বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, বিষয়টি আমি জানি না। আজ আমি ছুটিতে আছি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে যত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close