সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১৭:১৪

শেয়ার

হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর। ছবি: বাংলা এডিশন

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালত।

বুধবার দুপুরে বিচারক মোঃ রাসেল মাহমুদের (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে হাজির করলে জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় বাদী পক্ষ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরতলীর একটি বাসা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন তারা। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই দম্পতি।

banner close
banner close