শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

রাজশাহীর সাবেক সাংসদ এনামুল হক গ্রেফতার

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১৮

আপডেট: ৫ অক্টোবর, ২০২৪ ১৫:২৭

শেয়ার

রাজশাহীর সাবেক সাংসদ এনামুল হক গ্রেফতার
সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। ছবি: বাংলা এডিশন

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে আটক করা হয়েছে। সোমবার রাজধানীর আদাবর থেকে র‍্যাব এর একটি টিম তাকে আটক করে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা রাজশাহীর বাগমারার বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রজনতা ও সাধারন মানুষের ওপর ধারালো ও আগ্নেয়াস্ত্র দ্বারা হামলা করে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ওসি বাংলা এডিশনকে জানান, ‘এনামুল হককে বাগমারা থানায় সোপর্দ করার ব্যাপারে এখনো জানানো হয়নি। তাছাড়া, বাগমারা থানায় দায়ের হওয়া মামলার রেফারেন্স দেখিয়ে তাকে ঢাকা থেকেই আদালতে তোলা হবে।’

banner close
banner close