শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৪ মাঘ, ১৪৩২

পাকিস্তানে ট্রাক খালে পড়ে নিহত ১৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১০:৩৭

শেয়ার

পাকিস্তানে ট্রাক খালে পড়ে নিহত ১৪
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবের সারগোধায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক খালে পড়ে ১৪ জন নিহত ও ৯ জন আহত হন; নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। কুয়াশাজনিত দৃশ্যমানতা কম থাকায় ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খালে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রদেশের সারগোধা শহরে রাত ১১টার দিকে দিকে কুয়াশাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয় শিশু ও পাঁচ নারী রয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিল।

উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশায় দৃশ্যমানতার অভাবের ট্রাকটি রাস্তা থেকে সরে গিয়ে কোট মোমিন শহরের ঘালাপুর বাংলা খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় খালটি শুষ্ক ছিল। যাত্রীদের মধ্যে সাতজন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো সাতজন মারা যান।

পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশার কবলে রয়েছে, যা রাস্তাঘাটে দৃশ্যমানতা কমিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় শীতের সকালে এবং রাতে এই এলাকায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক।



banner close
banner close