বুধবার

১৪ জানুয়ারি, ২০২৬ ১ মাঘ, ১৪৩২

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬ ১৮:৫৭

শেয়ার

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালালে পাল্টা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোরে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চত করেছেন। এরইমধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আল-উদেইদ বিমানঘাঁটির কিছু সামরিক সদস্যকে বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। যদিও হামলা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি। গত মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আন্দোলনরতদের ওপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলেই আমরা কঠোর ব্যবস্থা নেবো ইরানের বিরুদ্ধে। এর আগে ইরান আমাকে হুশিয়ারি দিয়েছিলো। আমি দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান মিত্রদেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে, ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে, রয়টার্সকে তিনজন কূটনীতিক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটি থেকে কিছু সদস্যকে সরে যেতে বলা হয়েছে। তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে ব্যাপক সেনা প্রত্যাহার হয়েছিল, এবার তেমন কোনো বড় আকারের সরিয়ে নেওয়ার লক্ষণ দেখা যায়নি।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, চলমান সরকারবিরোধী বিক্ষোভ অন্তত ২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে।



banner close
banner close