শনিবার

১০ জানুয়ারি, ২০২৬ ২৭ পৌষ, ১৪৩২

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘এসটিসি’ বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬ ১৭:২১

শেয়ার

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘এসটিসি’ বিলুপ্ত ঘোষণা
সংগৃহীত ছবি

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত সংগঠন এসটিসি এ ঘোষণা দেয়। দক্ষিণ ইয়েমেনে অস্থিরতা নিরসনে আলোচনার জন্য রিয়াদে অবস্থান করছেন এসটিসির প্রতিনিধিরা। খবর আল জাজিরার।

সৌদি জোটের দাবি, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়ে গেছেন।

জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে একটি নৌকায় করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে যান।

দক্ষিণ ইয়েমেনের সমস্যা সমাধানে বৈঠকের আয়োজন করায় সৌদি আরবের প্রশংসা করেছে এসটিসি। তারা বলছে, সৌদি আরবের নেয়া পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ কমাতে পারে।

বিলুপ্তির ঘোষণা দিয়ে এসটিসি জানায়, ‘আমরা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের বিলুপ্তি, এর সকল প্রধান ও সহায়ক সংস্থা ভেঙে দেয়া এবং দেশের ভেতরে এবং বাইরে এর সকল অফিস বন্ধ করে দেয়ার ঘোষণা দিচ্ছি।’

সোমালিল্যান্ডে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবের তীব্র নিন্দাসোমালিল্যান্ডে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবের তীব্র নিন্দা

কয়েক সপ্তাহ ধরে এডেন এবং এর আশপাশের অঞ্চলে এসটিসি এবং সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সহিংসতা বেড়েছে। এডেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর।

সম্প্রতি দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে আরব আমিরাতের পাঠানো অস্ত্রের চালানে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর উত্তেজনা বেড়ে যায়।



banner close
banner close