রাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেয়ার পথে হাঁটছে আমেরিকা। এজন্য দ্বিপক্ষীয় (রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির) ‘রাশিয়া স্যাংশন বিল’-এ বিলে নীতিগত সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম এমনটা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। সেখানেই বিলে সমর্থন জানান ট্রাম্প।
বিলটি পাশ হলে রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম জেনে-শুনে আমদানি করছে, এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক এবং সল্প নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে মার্কিন প্রশাসন।
যার ফলে ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলোর ওপর শুল্ক ও সেকেন্ডারি স্যাংশনের চাপ বহুগুণ বাড়তে পারে।
রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন। এর উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেয়া।
এদিকে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জেরে ইতোমধ্যেই ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনাতেও রুশ তেল আমদানি বন্ধ করার শর্ত দিল্লির কাছে জোরালোভাবে তুলে ধরছে ওয়াশিংটন।
আরও পড়ুন:








