দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে আবার অপরিশোধিত তেল আমদানির সম্ভাবনা যাচাই করতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বিশ্বের শীর্ষ পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাফিগুরা গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ধাতু ব্যবসায়ী এবং তেল বাণিজ্যে দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাফিগুরার বৈশ্বিক তেল বিভাগের প্রধান বেন লাকক এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলায় পুনরায় কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে—প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় ভবিষ্যৎ ব্যবসার সুযোগ নিয়ে বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে কথা বলার কথা ভাবছে।
বেন লাককের ভাষায়, বর্তমানে বৈশ্বিক তেল শিল্পে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ভেনেজুয়েলা। তিনি বলেন, খাতসংশ্লিষ্ট সবাই এখন নজর রাখছে—দেশটিতে কী ধরনের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
বিশাল তেল মজুত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণে ভেনেজুয়েলায় আন্তর্জাতিক তেল বাণিজ্য অনেকটাই স্থবির ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান বদলের আভাস নতুন করে আশার সঞ্চার করেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাফিগুরার এই উদ্যোগ সফল হলে ভেনেজুয়েলার জ্বালানি খাতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর ফিরে আসার পথ সহজ হতে পারে। তবে শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নীতিগত সিদ্ধান্তের ওপর।
আরও পড়ুন:








