বৃহস্পতিবার

৮ জানুয়ারি, ২০২৬ ২৫ পৌষ, ১৪৩২

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ২০:১৪

শেয়ার

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের কোর্টে তোলা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) তাকে কারাগার থেকে কোর্টে আনা হয়।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের ম্যানহাটনে একটি ফেডারেল আদালত ভবনে পৌঁছেছেন। সেখানে আজ তাকে বিচারকের সামনে তোলা হবে।

এর আগে মার্কিন কর্তৃপক্ষ মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে বের করা হয়। এরপর তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। তাকে আজ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের সামনে হাজির করার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাদুরো হেলিকপ্টার থেকে নামার সময় তার সঙ্গে এক নারী ছিলেন, যিনি তার স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের দুজনকেই একাধিক ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর এজেন্ট ঘিরে রাখেন। তাদের পরণে কারাবন্দিদের মতো পোশাক দেখা গেছে। এ সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

বিবিসি জানিয়েছে, হাতকড়া পরা অবস্থায় সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তাদের পাহারায় মাদুরোকে প্রথমে একটি হেলিকপ্টারে তোলা হয়। পরে তাকে আবার হেলিকপ্টার থেকে নামিয়ে একটি সাঁজোয়া যানবাহনে স্থানান্তর করা হয়।



banner close
banner close