বুধবার

৭ জানুয়ারি, ২০২৬ ২৪ পৌষ, ১৪৩২

ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরতে মিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ০০:০০

শেয়ার

ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরতে মিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তারের লক্ষ্যে মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অভিযানের মাধ্যমে আটক করার পরই এ ঘোষণা আসে।

রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মাদুরোকে আটক করা হলেও তার সরকারের অন্যান্য শীর্ষ নেতাদের কেন গ্রেপ্তার করা হয়নি—এ বিষয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সিনেটর রুবিও বলেন, একটি দেশে গিয়ে সবাইকে একসঙ্গে ধরে আনা বাস্তবসম্মত নয়।

বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর বিরুদ্ধে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। কাবেলোকে গ্রেপ্তার বা দণ্ড নিশ্চিত করতে সহায়তাকারী তথ্যের জন্য সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার এবং পাদ্রিনোর ক্ষেত্রে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় দীর্ঘ সময় অবস্থান করে আরও নেতাকে আটক করার চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হতো। তার ভাষায়, সেক্ষেত্রে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ দেখা দিত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তার প্রধান লক্ষ্য অর্জন করেছে।

তিনি জানান, অনেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন, তবে ভেনেজুয়েলার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এটি মধ্যপ্রাচ্য নয় এবং এখানকার অভিযানও আলাদা উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রুবিও আরও বলেন, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে শক্তিশালী নৌবহর মোতায়েন এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, যা ভবিষ্যতে ওয়াশিংটনকে বড় ধরনের প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে।



banner close
banner close