শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত সাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ২০:০৬

শেয়ার

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত সাত
ছবি: সংগৃহীত

ইয়েমেনে হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর ওপর লক্ষ্য করে আজ শুক্রবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। গোষ্ঠীটির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানিয়েছেন, তাদের আল-খাসাহর ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।

এরআগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে।

গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।

হারদামাউত প্রদেশের গভর্নর এরআগে জানিয়েছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা শান্তিপূর্ণ অভিযান চালাবেন।

এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও কয়েক ঘণ্টা পর সৌদি বিমান হামলা চালায়। এ ছাড়া সৌদি শান্তির ফাঁকা বুলি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।



banner close
banner close