শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৯:০৯

শেয়ার

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বৃহৎ প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে শুক্রবার এ হামলা চালায় সৌদি।

এসটিসিকে সমর্থন দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এ সমর্থন নিয়ে আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্কে টানপোড়েন দেখা দিয়েছে। সৌদির হুমকির মুখে ইয়েমেন থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতেও রাজি হয়েছে আমিরাত।

বিমান হামলার ব্যাপারে এসটিসির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সৌদির বিমান হামলায় একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন।

এসটিসির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক বলেছেন, তাদের আল-খাসাহ ক্যাম্পে সৌদি আরব সাতবার বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া সেখানে স্থল হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু তারা এটি ঠেকিয়ে দিয়েছেন। এ দুই হামলায় কতজন আহত বা নিহত হয়েছেন সেটি তিনি স্পষ্ট করেননি।

এর আগে গত ৩০ ডিসেম্বর হারদামাউতের মুকুল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি। ইয়েমেনের সরকার ও সৌদি আরব জানায়, এসটিসির জন্য আনা অস্ত্র রাখা ছিলো ওই বন্দরে। তাই সেখানে বিমান সীমিত বিমান হামলা চালানো হয়েছে।



banner close
banner close