বছরের প্রথম দিন এক জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত একটা পর্যন্ত ছয় ঘণ্টায় মস্কোকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিলো, সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।
টেলিগ্রামবার্তায় সোবিয়ানিন জানান, ড্রোন হামলার সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মস্কোর তিন বিমানবন্দর দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ভ্নুকোভো বিমানবন্দরের ফ্লাইট ও যাবতীয় অপারেশন অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিলো।
এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে মস্কোকে লক্ষ্য করে আটটি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী। তবে সেগুলোর সবই আটকে দিয়েছিলো রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম।
আরও পড়ুন:








