শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কমল স্বর্ণের দাম, রেকর্ড মূল্যে রূপা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৬:২৭

শেয়ার

কমল স্বর্ণের দাম, রেকর্ড মূল্যে রূপা
কমল স্বর্ণের দাম, রেকর্ড মূল্যে রূপা

বিশ্ব বাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে চাপ তৈরি হয়েছে মূল্যবান ধাতুটির ওপর। কিন্তু শিল্পখাতে চাহিদা ও সরবরাহ ঘাটতির কারণে রূপার দাম উল্টো রেকর্ড উচ্চতায় উঠেছে। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে দুপুরের দিকে সোনার দাম ০.৪ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে চার হাজার ৩২৩.৫৭ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্সের দামও ০.৪ শতাংশ কমে ৪,৩৫৬.১০ ডলারে নেমে যায়।

তবে স্পট রূপার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬.১৯ ডলারে দাঁড়ালেও আগের সেশনে এটি রেকর্ড ৬৬.৮৮ ডলারে পৌঁছেছিল। চলতি বছর এখন পর্যন্ত শিল্পখাতে শক্তিশালী চাহিদা এবং সরবরাহ ঘাটতির কারণে রুপার দাম প্রায় ১২৯ শতাংশ বেড়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ডলারের সামান্য শক্তিশালী অবস্থান সোনা ও রুপা—উভয়ের জন্যই একটি প্রতিকূলতা তৈরি করেছে। পাশাপাশি কিছু সতর্ক বিনিয়োগকারী মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশের আগে ঝুঁকি না নিয়ে নিরাপদ অবস্থানে থাকতে চাইছেন।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৯২৪.০৫ ডলারে পৌঁছেছে, যা প্রায় ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ২.৮ শতাংশ বেড়ে প্রায় তিন বছরের সর্বোচ্চ ১,৬৯৩.৫৫ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান এমন একজন হবেন, যিনি উল্লেখযোগ্য হারে সুদ কমানোর পক্ষে। আগামী বছরের শুরুতেই বর্তমান ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিনিয়োগকারীরা এখন চলতি সপ্তাহের মার্কিন মূল্যস্ফীতির রিপোর্টের অপেক্ষায় আছেন, যা বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণ করবে।



banner close
banner close