সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় সুদানকে জাতিসংঘের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৭

আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৭

শেয়ার

বাংলাদেশি  শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় সুদানকে জাতিসংঘের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেইসাথে সতর্কবার্তা দিয়ে বলেছেন, এ ধরনের তৎপরতা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সুদানের কাদুগ্লিতে জাতিসংঘের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার জেরে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর এ ধরনের হামলা পুরোপুরি অন্যায্য এবং এ ধরনের ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে জাতিসংঘের কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তাদের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিচ্ছি। জবাবদিহিতা থাকা দরকার।’

এক্সবার্তায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতিও সহানুভূতি জানিয়েছেন গুতেরেস।



banner close
banner close