শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৫

শেয়ার

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই আবারও সংঘর্ষে জড়িয়েছে দু'দেশের সেনারা। সীমান্তের বেশকিছু এলাকা দখলে নিতে রাতভর গোলাবর্ষণ চালিয়েছে থাই সেনারা। এই হামলার জবাবে পাল্টা হামলা চালায় কম্বোডিয়াও। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাডমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

পর্যবেক্ষকরা জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ২১ জন নিহত এবং দুই দেশের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন, দু'দেশের নেতাদের সাথে ফোনালাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান তিনি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারণভিরাকুল বলেছেন, সীমান্তে কম্বোডিয়ার সব সেনা সরানো এবং ল্যান্ডমাইন অপসারণ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'থাইল্যান্ড আমাদের ভূমি ও জনগণের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালাবে'।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জুলাই, দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ শুরু হয়, যখন কম্বোডিয়া থাইল্যান্ডে রকেট হামলা চালায়। এ হামলার জবাবে, থাইল্যান্ড বিমান হামলা চালায়। এরপর অক্টোবরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় 'যুদ্ধবিরতি' চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় পক্ষ এখনো একে অপরের বিরুদ্ধে ল্যান্ডমাইন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, থাইল্যান্ডের বিমান বেশ কিছু হোটেল ও সেতুতে বোমাবর্ষণ করেছে। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে, কম্বোডিয়ার রকেট হামলায় কয়েকজন নাগরিক আহত হয়েছে।



banner close
banner close