বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

পুতিনকে নৈশভোজে যা যা খাওয়ালো ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৮

শেয়ার

পুতিনকে নৈশভোজে যা যা খাওয়ালো ভারত
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪৮ ঘণ্টার সফরে ভারতে গেছেন। শুক্রবার তার সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশাল নৈশভোজের আয়োজন করে নয়াদিল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভি ওই নৈশভোজে থাকা খাবারের মেন্যুর ছবি ও খাবারের নাম প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পুতিনের খাবারে কোনো ধরনের মাংস রাখেনি ভারত। যদিও দেশটিতে মাংস খাওয়ার প্রচলন আছে। এ ছাড়া ভারত পৃথিবীর বিভিন্ন দেশে মাংস রপ্তানি করে।

পুতিনের জন্য আয়োজনে যে যে খাবার ছিলো:

ঝোল মোমো, মুরুঙ্গলাই চারু স্যুপ,গুচি দুন চেতিন, কালো ছোলার শিকমপুরী কাবাব, জাফরানি পনীর রোল, পালং মেথি মটর শাকের তরকারি, তন্দুরি পুর ভরা আলু, আচারি বেগুন, হলুদ ডাল ভাজা, বাদাম ও জাফরান পোলাও, লাচ্ছা পরোটা, মগজ নান, সাতানাজ রুটি, মিসি রুটি, বিস্কুটি রুটি, বাদামের হালুয়া, কেশর-পেস্তা কুলফি, গুড়ের সন্দেশ, মুরুক্কু, ডাল ভাজা,নানান ধরনের আচার ও সালাদ, ফলের ফ্রেশ জুস।



banner close
banner close