বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

ভারতীয় যুবককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৯

শেয়ার

ভারতীয় যুবককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি
ভারতীয় যুবককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি

ওড়িশার গঞ্জাম জেলায় এক মুসলিম যুবককে মারধর ও জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভুক্তভোগী যুবকের নাম রাহুল ইসলাম, যিনি আসলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বাসিন্দা।

ঘটনার একটি ভিডিও বিবিসির হাতে পৌঁছেছে, যেখানে নির্যাতনের আংশিক দৃশ্য দেখা যায়। অভিযোগ অনুযায়ী, স্থানীয় কয়েকজন হিন্দুত্ববাদী ব্যক্তি রাহুলের পরিচয়পত্র পরীক্ষা করে তা ‘ভুয়া’ বলে দাবি করেন। এরপর তাকে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ বলে অপমান করা হয়।

এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। যুবককে বেধড়ক মারধর করা হয় এবং ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করা হয়। মানবাধিকারকর্মীদের দাবি, চরমপন্থী গোষ্ঠীগুলো অনেক সময় এসব স্লোগান ব্যবহার করে মুসলিম নাগরিকদের ‘আনুগত্য পরীক্ষার’ হাতিয়ার হিসেবে।

ঘটনার ভিডিওসহ বিস্তারিত বিবরণ পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন ইতোমধ্যে ওড়িশা পুলিশ, জাতীয় সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন–এর কাছে অভিযোগ জানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে ওড়িশা সরকার বিধানসভায় জানায়, রাজ্যে বৈধ নথি ছাড়া বসবাসরত ৩,৭৪০ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসে।

ঘটনাটি নিয়ে স্থানীয় সমাজকর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন— এমন হামলা শুধু সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায় না, বরং প্রান্তিক জনগোষ্ঠীকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেয়।



banner close
banner close