বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

আফ্রিকার তিন দেশে এইচআইভি প্রতিরোধে টিকাদান শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ১৪:৪৯

শেয়ার

আফ্রিকার তিন দেশে এইচআইভি প্রতিরোধে টিকাদান শুরু
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী অগ্রগতি হিসেবে নতুন ইনজেকশন ‘লেনাকাপাভির’ এর প্রয়োগ শুরু করেছে আফ্রিকার তিন দেশ—এসওয়াতিনি, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া। বিশ্বে এইচআইভির ঝুঁকিতে থাকা সর্বোচ্চ জনসংখ্যার এই মহাদেশে ছয় মাস অন্তর নেয়া এই ওষুধটির প্রথম সরকারি ব্যবহার এটি। কার্যকর এই ইনজেকশনটি এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশের বেশি কমাতে সক্ষম, যা কার্যত একটি শক্তিশালী ভ্যাকসিনের মতো কাজ করে। সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউএনআইএইড জানিয়েছে, উইটস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা শাখার তত্ত্বাবধানে দক্ষিণ আফ্রিকায় নাগরিকদের মাঝে ইনজেকশনটির প্রয়োগ শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিবাহী।

লেনাকাপাভির ইনজেকশন বছরে মাত্র দু’বার দিতে হয়। দৈনিক ওষুধ খেতে অসুবিধা হয় বা স্বাস্থ্যসেবায় যেতে গিয়ে সামাজিক কলঙ্কের মুখে পড়েন এমন ব্যক্তিদের জন্য এটি একটি বড় সমাধান নিয়ে এসেছে।

প্রতিবেশী জাম্বিয়া ও এসওয়াতিনি গত মাসে যুক্তরাষ্ট্রের এক কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ডোজ পাওয়ার পর সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে এই ইনজেকশনের প্রয়োগ শুরু করে।

এসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ড্লামিনি এই ইনজেকশন প্রয়োগ শুরুর মুহূর্তটিকে জাতীয় এইচআইভি প্রতিরোধ কর্মসূচির জন্য ‘ইতিহাসের বাঁক বদলের মুহূর্ত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি দেশের জনগণের সুরক্ষায় নতুন আশার পাশাপাশি একটি শক্তিশালী হাতিয়ার হতে চলেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে এই ইনজেকশনের জন্য প্রত্যেক ব্যক্তির পেছনে বছরে ২৮ হাজার ডলার খরচ হয়। ফলে বর্তমান বাজারদর অধিকাংশ মানুষের নাগালের বাইরে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র কর্মসূচির আওতায় যে পরিমাণ ডোজ দিচ্ছে তা প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম।

তবে ইনজেকশনটির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেস এইচআইভির উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর ২০ লাখ মানুষকে আগামী তিন বছরে কোনো ধরনের মুনাফা ছাড়াই লেনাকাপাভির সরবরাহে রাজি হয়েছে।

ইউএনআইএইড ও গেটস ফাউন্ডেশনের চুক্তির ফলে ২০২৭ সাল থেকে ১০০টিরও বেশি দেশে বছরে প্রায় ৪০ ডলারে লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ইউএনএইডসের তথ্য অনুযায়ী, বিশ্বে ৪ কোটি ৮ লাখ এইচআইভিবাহীর মধ্যে প্রায় ৫২ শতাংশই পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন। কেবল জাম্বিয়াতেই প্রায় ১৪ লাখ মানুষ এইচআইভিবাহী।



banner close
banner close