মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জীবনবৃত্তান্তে ভুল থাকার অভিযোগে পদত্যাগ করলেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ২২:১৪

শেয়ার

জীবনবৃত্তান্তে ভুল থাকার অভিযোগে পদত্যাগ করলেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়ে জীবনবৃত্তান্ত বা সিভিতে 'ভুল' তথ্য দেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইওনুত মোস্তেনু। শুক্রবার (২৮ নভেম্বর) তিনি পদত্যাগ করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সিভিতে তিনি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বলে লিখেছেন, তবে সেটিতে তিনি আসলে পড়াশোনা করেননি।

কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার পর দেশটিতে সম্প্রতি একটি ইউরোপপন্থী নতুন সরকার গঠিত হয়। এই বছরের জুন মাসে মোস্তেনুকে প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়েছিল।

একদিন আগে রোমানিয়ার সংবাদপত্র লিবার্তেটিয়ার একটি প্রতিবেদনে মোস্তিয়ানুর জীবনবৃত্তান্তে ভুল তথ্য দেওয়ার বিষয়টি সামনে আসে। মূলত এরপরই আলোচনা শুরু হলে তার পদত্যাগের ঘোষণা আসে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রোমানিয়া বারবার তাদের মাটিতে ড্রোনের টুকরো পড়ার কথা জানিয়েছে এবং বেশ কয়েকটি ড্রোন অনুপ্রবেশের খবরও দিয়েছে। গত মঙ্গলবারও ইউক্রেনের সীমান্তবর্তী পূর্ব রোমানিয়ায় একটি ড্রোন বিধ্বস্ত হয়।

পদত্যাগের সময় মন্ত্রী বলেছেন, তিনি চান না তার জীবনবৃত্তান্ত নিয়ে সামান্য বিতর্কটি 'ন্যাটো সদস্য দেশকে বিভ্রান্ত করে তুলুক' - এমন এক সময়ে, যখন ন্যাটোর অভিজাত শ্রেণীর কিছু নেতা দাবি করে আসছে, ইউরোপ 'রাশিয়ার আক্রমণের মুখে'।

সিভি বিতর্ক নিয়ে মোস্তেনু বলেছেন, '২০১৬ সালে অনলাইনে পাওয়া একটি টেমপ্লেট ব্যবহার করে আমি দ্রুত একটি সিভি তৈরি করেছিলাম। সেখানে একটি ভুল ছিল, যা আমি স্বীকার করছি। এটি আমাকে বিব্রত করে। আমি তখন এই বিবরণগুলোতে খুব বেশি মনোযোগ দিইনি।'

তিনি আরও বলেন, 'আজ আমি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। রোমানিয়া এবং ইউরোপ রাশিয়ার আক্রমণের মুখে। আমাদের জাতীয় নিরাপত্তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।'



banner close
banner close