শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৪ অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় দিবস উপলক্ষ্যে ২৯৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১২:৩৪

শেয়ার

জাতীয় দিবস উপলক্ষ্যে ২৯৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী দুই ডিসেম্বর ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উপলক্ষ্যে বিভিন্ন দেশের দুই হাজার ৯৩৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে বন্দিদের যে কোনো ধরনের আর্থিক জরিমানা পরিশোধে সহায়তার নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার আমিরাতের সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্টকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি চান যারা মুক্তি পাবেন তারা যেনো নতুন জীবন শুরু করতে পারেন। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতের শাসকরা প্রায়শই বিভিন্ন উপলক্ষ্য এবং ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।



banner close
banner close