মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে গিয়ে নিহত দুই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৫:৪৯

শেয়ার

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে গিয়ে নিহত দুই
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার সময় প্রাণ হারিয়েছেন দুই পর্বতারোহী। মঙ্গলবার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

বুধবার মাউন্ট কুক পর্বত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

বিবিসি জানায়, চারজনের একটি দল ৩,৭২৪ মিটার উঁচু চূড়াটিতে আরোহণের চেষ্টা করছিলেন।

এর আগে, গত সোমবার যাত্রা করেছিল গাইডসহ চারজনের একটি দল। হঠাৎ তুষার ধসে পাহাড় থেকে ছিটকে পড়ে তারা। হেলিকপ্টার নিয়ে রাতভর অভিযান চালায় উদ্ধারকারী দল। ভোরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় দুইজনকে। পরবর্তীতে উদ্ধার করা হয় বাকি দুইজনের মরদেহ।

উল্লেখ্য, দক্ষিণ আল্পসের ওপরে অবস্থিত আওরাকি মাউন্ট কুকের শীর্ষে পর্বতারোহণ অনেকক্ষেত্রে অভিজ্ঞ পর্বতারোহীদের জন্যও কঠিন হয়ে দাঁড়ায়। এর কারণ হল- পর্বতশৃঙ্গটির বড় বড় ফাটল এবং অপ্রত্যাশিত বৈরী আবহাওয়া। এর আগেও ঝুঁকিপূর্ণ পর্বতশৃঙ্গটি আরোহনে গিয়ে প্রায়ই তুষারধসের মুখোমুখি হন অভিযাত্রীরা।



banner close
banner close