মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

যাত্রীদের দ্রুতগতির স্টারলিংক ফ্রি ওয়াইফাই সুবিধা দেবে এমিরেটস-ফ্লাই দুবাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ২০:৩৮

শেয়ার

যাত্রীদের দ্রুতগতির স্টারলিংক ফ্রি ওয়াইফাই সুবিধা দেবে এমিরেটস-ফ্লাই দুবাই
ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বর থেকে এমিরেটসের 'বোয়িং ৭৭৭' উড়োজাহাজের সকল যাত্রীদের জন্য পাওয়া যাবে বিনামূল্যের সুপার-ফাস্ট 'স্টারলিংক ওয়াইফাই'। ধাপে ধাপে এই সেবা ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এমিরেটসের সকল বিমানের ফ্লাইটে পৌঁছে যাবে।

মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

অন্যদিকে, ফ্লাই দুবাই '২০২৬ সাল' থেকে তাদের সম্পূর্ণ 'বোয়িং ৭৩৭' বহরে স্টারলিংক বসানোর পরিকল্পনা নিয়েছে, যাতে ১০০টিরও বেশি রুটে যাত্রীরা একই ধরনের দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পেতে পারেন।

কারণ স্টারলিংক ওয়াই ফাই চালু হলে যাত্রীরা আকাশে বসেই সক্ষম হবে—

● সিনেমা স্ট্রিম করতে

● অনলাইন গেম খেলতে

● ভিডিও কলে অংশ নিতে

● দূর থেকে কাজ করতে

● সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে

কত খরচ পড়বে?

যাত্রীদের জন্য একেবারেই কোনো খরচ নেই। এমিরেটস স্টারলিংক ওয়াইফাই সেবা সব কেবিনে সম্পূর্ণ ফ্রি দেবে—কোনো পেমেন্ট নয়, কোনো মেম্বারশিপ নয়, শুধু এক ক্লিকেই সংযোগ।

ফ্লাই দুবাইও ঘোষণা করেছে, যাত্রীদের জন্য এই হাই-স্পিড ইন্টারনেট ফ্রি থাকবে।



banner close
banner close