দশকের পর দশক কোনো ছোঁয়া না লাগা অবস্থায় ১৯৩৯ সালের প্রথম সংস্করণের মূল সুপারম্যান কমিক নিলামে বিক্রি হয়েছে ৯.১২ মিলিয়ন ডলারে। একটি কমিক বইয়ের জন্য এটি সর্বোচ্চ মূল্য হিসেবে নতুন রেকর্ড স্থাপন করেছে।
হেরিটেজ অকশনস এই ইস্যুকে “কমিক সংগ্রহের চূড়ান্ত শিখর” হিসেবে বর্ণনা করেছে। চমৎকারভাবে সংরক্ষিত এই কপি পূর্বের মিলিয়ন ডলারের রেকর্ডকে অতিক্রম করেছে। এর প্রায় নিখুঁত অবস্থার কারণে এটি সিজিসি গ্রেড ৯/১০ পেয়েছে, যা এই ইস্যুর সর্বোচ্চ রেটিং।
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি বাক্সে তিন ভাই তাদের মৃত মায়ের বাড়ি পরিস্কার করার সময় এই কমিকটি আবিষ্কার করেন। তারা বহু বছর ধরে মায়ের ১৯৩০-এর দশকের কমিকস থাকার গল্পগুলোকে কেবল পরিবারের কিংবদন্তি হিসেবে ধরে আসছিলেন।
হেরিটেজের ভাইস প্রেসিডেন্ট লন অ্যালেন বলেন, “সুপারম্যান নং ১ পপ সংস্কৃতির ইতিহাসে একটি মাইলফলক। এই কপি কেবল অভূতপূর্ব অবস্থায় নয়, এর পেছনের গল্পও সিনেমার মতো। আমি খুশি যে মূল্য তা প্রতিফলিত করেছে এবং হেরিটেজকে এই আইকনিক বইটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।”
প্রাথমিক ও অত্যন্ত আকাঙ্ক্ষিত কমিকগুলোর মধ্যে এটি অন্যতম, বিশেষ করে ভালো অবস্থায় পাওয়া খুবই কঠিন।
সুপারম্যানকে ১৯৩৩ সালে কিশোর জেরি সিগেল ও জো শুশটার সৃষ্টি করেন। পরে তারা চরিত্রটির স্বত্ত্ব ডিসি কমিক্সকে মাত্র ১৩০ ডলারে বিক্রি করেন। আর তাদের আর্টওয়ার্কের জন্য প্রতি পৃষ্ঠায় মাত্র ১০ ডলার পেতেন।
আরও পড়ুন:








