মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় নিহত ৪১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০৯:১২

শেয়ার

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় নিহত ৪১
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এতে প্রাণহানি হয়েছে কমপক্ষে ৪১ জনের। নিখোঁজও রয়েছেন আরও অনেকে।

ভয়াবহ এই বন্যায় অর্ধলক্ষাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, সপ্তাহান্ত থেকে ভিয়েতনামের মধ্যাঞ্চলে অবিরাম বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও নয়জন এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

টানা বর্ষণে ৫২ হাজারের বেশি বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দেড় মিটার ছাড়িয়ে গেছে। কিছু জায়গায় তা ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার পাঁচ দশমিক দুই মিটার রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে উপকূলীয় শহর হোই আন ও না চাংও রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ভিয়েতনাম একের পর এক বিরূপ আবহাওয়ার মুখে পড়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কালমেগি ও বুয়ালয় নামে দুটি টাইফুন আঘাত হানে।

সরকারি হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামের ক্ষতি হয়েছে দুই বিলিয়ন ডলারের মতো।



banner close
banner close