মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলায় আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ০৯:৩০

শেয়ার

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলায় আহত ১০
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন নয়জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে ঘটেছে এই হামালা। ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন, নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বাকরুদ্ধকর’ উল্লেখ করে বলেছেন, ‘এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। যারা আহত হয়েছে, তাদের পাশে আছি। আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার জন্য জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের ধন্যবাদ। ওই এলাকায় সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’



banner close
banner close