বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবিয়ান অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৩:১০

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ ১৩:১১

শেয়ার

হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবিয়ান অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৪৪
ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। জ্যামাইকা ও কিউবার আঘাত হানার পর এটি এখন এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। এ ছাড়া শক্তিশালী সামুদ্রিক এ ঝড়টির গতিও বেড়েছে।

জ্যামাইকার তথ্যমন্ত্রী বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার বলেছেন, জ্যামাইকায় ১৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারীরা হতাহতদের খুঁজে বের করার কাজ অব্যাহত রেখেছেন।

গত ১০০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে জ্যামাইকার বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে লাখ লাখ মানুষ দুই-তিনদিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছেন। এছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ।

মঙ্গলবার ক্যাটাগরি-পাঁচ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়ে মেলিসা। জ্যামাইকার ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো হারিকেন তাদের উপকূলে সরাসরি আঘাত হেনেছে। এ ছাড়া ১৯৮৮ সালের পর সেখানে আঘাত হানা অন্যতম বড় ঝড় ছিলো এটি।

হারিকেনটি যখন স্থলে আঘাত হানে তখন এটির বাতাসের শক্তি অস্বাভাবিকরকম বেশি ছিলো। ফোরকাস্টার এবং অ্যাকুওয়েদার জানিয়েছে, বাতাসের শক্তির হিসেবে আটলান্টিক অঞ্চলে এটি ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী হারিকেন ছিলো।



banner close
banner close