প্রখ্যাত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক আগামী নভেম্বর মাসে ঢাকায় আসতে পারেন এমন খবর প্রকাশের পর এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া থেকে তিনি যদি বাংলাদেশে আসেন, তবে তাকে ভারতের হাতে তুলে দেয়ার আশা করছে তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাকির নায়েক ভারতে পলাতক আসামি। তিনি আমাদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। আমরা আশা করি, তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।’
জাকির নায়েক ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম বিষয়ক আলোচনায় জনপ্রিয়তা অর্জন করলেও মোদি সরকারের আমলে তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য’ ও ‘অর্থপাচার’-এর অভিযোগে মামলা হয়। পরবর্তীতে তার পরিচালিত পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
সেই সময়ই তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ভারতে না ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এই অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত হওয়ার অভিযোগ ওঠায় বাংলাদেশে তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বিধিনিষেধ শিথিল হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:








