মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

প্রিন্স খেতাব হারালেন ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১২:০৭

শেয়ার

প্রিন্স খেতাব হারালেন ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার প্রিন্স খেতাব হারিয়েছেন। সাথে তাকে ছাড়তে হয়েছে রাজপ্রাসাদও। দণ্ডপ্রাপ্ত যৌন হেনস্তকারী জেফরে ইপস্টেনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েকদিন ধরেই চাপে ছিলেন অ্যান্ড্রু।

অক্টোবরে শুরুতে ডিউক অভ ইয়র্কসহ নিজের সব রাজকীয় পদবী ছেড়ে দিয়েছিলেন সাবেক এই ব্রিটিশ প্রিন্স।

এর কয়েকদিন আগে প্রকাশিত মরোণত্তর স্মৃতিকথায় আলোচিত নারী ভার্জিনিয়া জিওফরে লিখেছেন, কিশোরী বয়সে তিনি প্রিন্স অ্যান্ড্রুর সাথে তিনবার শারীরিক সম্পর্ক করেছেন। যা অ্যান্ড্রু অস্বীকার করেছেন।

২০২৫ সালের শুরুর দিকে আত্মহত্যা করেন ভার্জিনিয়া জিওফরে। মৃত্যুর পর তার স্মৃতিকথাটি প্রকাশ পায়। অ্যান্ড্রু প্রিন্স খেতাব হারানোর পর ভার্জিনিয়ার পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘তিনি তার সত্যি এবং অসাধারণ সাহস দিয়ে এক ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছেন।’

প্রিন্স খেতাব হারানোর আগে অ্যান্ড্রু থাকতেন বাকিংহ্যাম প্যালেসের বাইরের একটি রাজপ্রাসাদে। যেটি উইনসর ম্যানসন হিসেবে পরিচিত। রাজ খেতাব হারানোর পাশাপাশি রাজপ্রাসাদও ছাড়তে হয়েছে তাকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে, রাজার ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইনসর নামে পরিচিত থাকবেন।



banner close
banner close