মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

চীনের সঙ্গে বিরল খনিজ সরবরাহে চুক্তি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:১৬

শেয়ার

চীনের সঙ্গে বিরল খনিজ সরবরাহে চুক্তি: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে বিরল খনিজ সরবরাহে এক বছরের জন্য নবায়নযোগ্য চুক্তি সম্পন্ন হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানান তিনি।

চীন বহুদিন ধরে বিশ্বব্যাপী বিরল খনিজ পদার্থের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এসব খনিজ ইলেকট্রনিক যন্ত্রপাতি, যানবাহন, জ্বালানি ও অস্ত্র উৎপাদনে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সব বিরল খনিজ সংক্রান্ত বাধা দূর হয়েছে। এটি বিশ্বের সবার জন্যই ভালো খবর।

তিনি আরও বলেন, চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে, তবে প্রতিবছর তা নবায়ন করা হবে।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প জাপানের সঙ্গেও গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ সরবরাহ সংক্রান্ত আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বিরল খনিজ নিয়ে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আশা করি, ‘বাধা’ শব্দটি কিছুদিনের জন্য আমাদের শব্দভাণ্ডার থেকে মুছে যাবে।



banner close
banner close