মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

মধ্যরাতে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতের তিন রাজ্যে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৮:৩৯

শেয়ার

মধ্যরাতে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতের তিন রাজ্যে সতর্কতা
প্রতিকি ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আজ রাতে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বন্দরনগরী কাকিনাড়ার কাছে স্থলভাগে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এটি অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অফিস অন্ধ্রপ্রদেশের ১৯টি জেলায় ‘রেড এলার্ট জারি করেছে ও অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যের অরেঞ্জ ও ইয়েলো সতর্কতা জারি করেছে। তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা এবং কর্ণাটক রাজ্যেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলয়ায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যের একাধিক স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোন্থার কারণে ওড়িশা ও বিশাখাপত্তনমের মধ্য দিয়ে যাওয়া ৩২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২৯ অক্টোবর পর্যন্ত বিশাখাপত্তনম- তিরুপতি, বিশাখাপত্তনম-চেন্নাই, বিশাখাপত্তনম- কিরণদুল, বিশাখাপত্তনম-কোরাপুট রুটে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সব মিলিয়ে ৬৫টিরও বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোন্থার কারণে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের গন্নাভরম বিমানবন্দরে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করার ঘোষণা করা হয়েছে। বিশাখাপত্তনম বিমানবন্দর থেকেও মঙ্গলবারের জন্য সমস্ত ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।



banner close
banner close