মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ০৮:৩৮

শেয়ার

ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
প্রতীকী ছবি।

তুরস্কে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে হয়েছে এ কম্পন।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পণ। আফাদের তথ্য অনুসারে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিলো সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোটো আকারের কম্পন হচ্ছিলো।



banner close
banner close