মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

প্যারিসের জাদুঘর থেকে কোটি টাকার সোনা চুরি, চীনা বংশোদ্ভূত নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৮:৩৪

শেয়ার

প্যারিসের জাদুঘর থেকে কোটি টাকার সোনা চুরি, চীনা বংশোদ্ভূত নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে অবস্থিত ন্যাচারাল হিস্টরি জাদুঘর থেকে গত মাসে প্রায় ১৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২১ কোটি ২৭ লাখ টাকা) মূল্যের ছয়টি সোনার ডেলা চুরির অভিযোগে এক চীনা বংশোদ্ভূত নারীকে অভিযুক্ত করা হয়েছে। ফরাসি প্রসিকিউটরদের বরাতে এই তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, ওই নারীকে স্পেনের বার্সেলোনায় কিছু গলিত সোনা সরানোর চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিচার-পূর্ববর্তী হেফাজতে রয়েছেন।

বিখ্যাত সব স্টাফ করা প্রাণী এবং হাড়ের সংগ্রহের জন্য পরিচিত এই জাদুঘরে একটি মিনারেলজি গ্যালারি রয়েছে, যেখান থেকে সোনাগুলো চুরি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এবং একটি ব্লো-টর্চ উদ্ধার করেছে।

চুরির সময় জাদুঘরের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা একটি সাইবার আক্রমণের মাধ্যমে অকার্যকর করে দেয়া হয়েছিল। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চোরেরা আগে থেকেই এই নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে অবগত ছিল।

জাদুঘরের একজন মুখপাত্র ফরাসি পত্রিকা লে ফিগারোকে বলেন, ‘চোরেরা, যারা স্পষ্টতই খুব অভিজ্ঞ এবং সু-অবগত, তারা একটি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়েছিল, যা ২০২৪ সালে পরিচালিত সর্বশেষ নিরীক্ষার সময়ও ধরা পড়েনি।’

সেন্ট্রাল প্যারিসের জার্ডিন ডেস প্লান্টেসের কাছে অবস্থিত সরবোন বিশ্ববিদ্যালয়ের অংশ এই জাদুঘরে পরিচ্ছন্নতাকর্মীরা ভোরবেলা কাজে এসে চুরির ঘটনাটি আবিষ্কার করেন।

কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ৩০ সেপ্টেম্বর স্প্যানিশ পুলিশ ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সন্দেহভাজন নারীকে আটক করে এবং একই দিন তাকে ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় এক কেজি গলানো সোনা উদ্ধার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত অব্যাহত রয়েছে এবং ধারণা করা হচ্ছে, তিনি চীন পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

চুরি হওয়া সোনার ডেলাগুলোর মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ৫ কেজি। এটি অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা হয়েছিল এবং বর্তমান বাজারদরে এর মূল্য আনুমানিক ছয় লাখ ইউরো।

জাদুঘরের পরিচালক এমানুয়েল স্কুলিওস ফরাসি সম্প্রচারকদের বলেন, ‘আমরা একটি অত্যন্ত পেশাদার দলের মুখোমুখি, যারা পুরোপুরি অবগত ছিল যে তাদের কোথায় যেতে হবে এবং তাদের কাছে পেশাদার সরঞ্জাম ছিল।’

গত মাসে ফ্রান্স ২ টেলিভিশনকে তিনি বলেন, ‘তারা যে এই নির্দিষ্ট জিনিসগুলোর জন্য গিয়েছিল, তা মোটেও আকস্মিক নয়।’

এদিকে রবিবার বিখ্যাত ল্যুভর জাদুঘরে একটি পৃথক দুঃসাহসিক অভিযানে চোরেরা মূল্যবান ফরাসি রাজকীয় গহনা চুরি করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তারা আটটি মূল্যবান জিনিস চুরি করে স্কুটারে পালিয়ে যায়। পুরো অভিযানটি আট মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মাসগুলোতে ল্যুভর এবং ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামসহ কমপক্ষে চারটি ফরাসি জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে।



banner close
banner close