শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি, একদিনের জন্য বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৬:০৭

শেয়ার

ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি, একদিনের জন্য বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালের দিকে এমন ঘটনা ঘটে।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি বলেছেন, এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি এক্স-পোস্টে বলেছেন, 'ব্যতিক্রমী কারণে' আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

ডাকারতরা জাদুঘর থেকে কী নিয়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গয়না চুরি হয়েছে।

প্রসঙ্গত, লুভর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে।



banner close
banner close