রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৯:২৫

শেয়ার

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগানিস্তানের ভূখণ্ডে মর্টার ছুঁড়ে দুই দেশের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে হামলায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার জাবিউল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেন, 'পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আমাদের ভূখণ্ডে মর্টার শেল ছুঁড়েছে।'

মুজাহিদ উল্লেখ করেন, কাবুল চায় ইসলামাবাদ চুক্তি মেনে চলুক। অন্যথায় 'তাদের কর্মকাণ্ডের পরিণতির জন্য তারাই দায়ী থাকবে।'

এদিকে, টানা কয়েকদিনের উত্তেজনার মধ্যে গতকাল বুধবার সকালেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সশস্ত্র সংঘর্ষ আবার শুরু হয়। পিটিভির খবরে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় চেকপয়েন্টে হামলার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানে সন্ত্রাসী অবস্থানে হামলা চালিয়েছে।

তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত বলেছেন, এই হামলায় ১২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।



banner close
banner close